ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের ফোনালাপ নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জুন ১, ২০১৫
বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের ফোনালাপ নজরদারি

ঢাকা: নাগরিকদের ফোনালাপ ও এ ধরনের কার্যক্রমে নজরদারি বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গোয়েন্দা সংস্থাগুলোর এ ধরনের তৎপরতা দীর্ঘায়িত করার বিষয়ে আইন পাস করতে সিনেটরদের ব্যর্থতায় এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে।



ফোনালাপে নজরদারির প্রক্রিয়া দীর্ঘায়িত করার আইন পাসে রোববার (১ জুন) মার্কিন সংসদের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটি হয়। কিন্তু তুমুল বিতর্কের পর সিনেটররা এ আইন পাসে ব্যর্থ হন।

দু’বছর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর জনগণের ফোনালাপসহ এ ধরনের কার্যক্রমে নজরদারির বিষয়ে তথ্য ফাঁস করেন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন।

নজরদারির বিষয়টি ফাঁস হওয়ার পর জানা যায়, এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোকে কোনো আইনি বাধায় পড়তে হচ্ছে না।

তবে, রোববারের ভোটে আইনটি পাস না হওয়ায় সন্ত্রাসীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর রাখার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলে দাবি করছে মার্কিন প্রশাসন।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।