ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে জঙ্গি হামলায় ৩৩ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুন ১, ২০১৫
ইরাকে জঙ্গি হামলায় ৩৩ সৈন্য নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের অস্থিতিশীল আনবার প্রদেশে জঙ্গিদের অতর্কিত হামলায় অন্তত ৩৩ সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪০ সৈন্য।



সোমবার (১ জুন) আনবার প্রদেশের রাজধানী রামাদির পূর্বে আল সিদ্দিকিয়া শহরে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা এ হামলা চালায়।

আল-সিদ্দিকিয়ায় দায়িত্বরত সংবাদকর্মীরা জানান, শহরে সেনাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালিয়ে ৩৩ সৈন্য ও মিত্র বাহিনীর আর কিছু যোদ্ধাকে হত্যা করে জঙ্গিরা। এই হামলায় আহত হয় ৪০ জনেরও বেশি সৈন্য।

ফালুজায় সরকারি বাহিনীর হামলায় নিহত ১২
এদিকে, ফালুজায় দায়িত্বরত সংবাদকর্মীরা জানান, ইরাকি সেনাবাহিনীর ঘোলার আঘাতে শহরের একটি জনপ্রিয় মার্কেট ও আরেকটি মসজিদে অন্তত ১২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১৮ জন।

সেনাবাহিনী এখানে আইএসবিরোধী অভিযানে নামলেও তাদের গোলার আঘাত মসজিদ ও মার্কেটে কীভাবে লাগলো- এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু স্পষ্ট করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।