ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উন্মুক্তের অপেক্ষায় বিশ্বের দ্বিতীয় সুউচ্চ ভবন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জুন ৩, ২০১৫
উন্মুক্তের অপেক্ষায় বিশ্বের দ্বিতীয় সুউচ্চ ভবন ছবি: সংগৃহীত

ঢাকা: ১২৭তলা বিশিষ্ট ভবনটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৮ সালের নভেম্বরে। সাত বছর সময় ব্যয়ে নির্মিত ভবনটি এখন দশর্নার্থীদের পদচারণায় ‘প্রাণ’ পাওয়ার অপেক্ষায়।



বলছি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও চীনের সর্বোচ্চ ভবন ‘সাংহাই টাওয়ার’র কথা।

৬৩২ মিটার বা দুই হাজার ৭৩ ফুট উচ্চতার ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ২৪০ কোটি ডলার। এর মালিকানায় রয়েছে সাংহাই টাওয়ার কন্সট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট।

তবে নির্মাণাধীন ‘পিং অন ফিন্যান্স সেন্টার’ হবে চীনের সর্বোচ্চ ভবন। ৬৬০ মিটার বা দুই হাজার একশ’ ৭০ ফুট উচ্চতার ভবনটির কাজ ২০১৬ সাল নাগাদ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

তাহলে বিশ্বের সর্বোচ্চ ভবন কোনটি? বুর্জ খলিফা, ৮৮১ মিটার বা দুই হাজার সাতশ’ ১৭ ফুট উচ্চতার ভবনটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। ‘দুবাই টাওয়ার’ নামেও পরিচিত ভবনটি ২০১০ সালের ৪ জানুয়ারি উন্মুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুন ০৩, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।