ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মানবপাচারে অভিযুক্ত থাই সেনা কর্মকর্তার আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুন ৩, ২০১৫
মানবপাচারে অভিযুক্ত থাই সেনা কর্মকর্তার আত্মসমর্পণ ছবি: সংগৃহীত

ঢাকা: অপহরণ, মুক্তিপণ আদায় ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত থাইল্যান্ডের এক শীর্ষ সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন।

গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে লেফটেন্যান্ট জেনারেল মানাত খংপায়েন নামে ওই কর্মকর্তা বুধবার (৩ জুন) কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন।



অভিযোগ ওঠার পর বাহিনী থেকে ৪২তম সেনা সার্কেলের সাবেক ওই কমান্ডারকে বরখাস্ত করা হয়।

মায়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু ও নিপীড়িত রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায় ও বিভিন্ন দেশে পাচারের নামে সাগর ও জঙ্গলে ছেড়ে দেওয়ায় অভিযুক্ত জেনারেল মানাতকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট বিভাগ।

অনেক পুলিশ, সীমান্তরক্ষী ও কোস্টগার্ড কর্মকর্তা অভিযুক্ত থাকলেও সেনাবাহিনীর মধ্যে কেবল জেনারেল মানাতই অভিযুক্ত।

এখন পর্যন্ত চিহ্নিত ৮৪ মানবপাচারকারীর মধ্যে রয়েছেন থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের বেশ কিছু পুলিশ কর্মকর্তা ও রাজনীতিবিদ।

সম্প্রতি মানবপাচারের কারণে সাগরে সৃষ্ট অভিবাসী সংকট ও গভীর জঙ্গলে অভিবাসীদের গণকবরের সন্ধান পাওয়ার ঘটনায় দক্ষিণ এশিয়াজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে এই অঞ্চলের কর্মকর্তারা সংকট নিরসনে পদক্ষেপ নিতে শুরু করেছেন। থাই সরকার ইতোমধ্যেই বেশ ক’জন পুলিশ কর্মকর্তা ও রাজনীতিবিদকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৫/আপডেট ১৬২৪ ঘণ্টা
জেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।