ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুন ৪, ২০১৫
গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (০৩ জুন) এ হামলার ঘটনা ঘটে বলে ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার (০৪ জুন) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



এক বিবৃতিতে পুলিশ জানায়, গাজার সীমান্তবর্তী ইসরায়েলি শহর নেতিভত ও আশকেলনে অন্তত দু’টি রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওমর ব্রিগেড নামের একটি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে।

হামলার জবাবে হামাস যোদ্ধাদের ব্যবহার করা তিনটি শুন্য মাঠে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।