ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ‘গনি’র আঘাত, আহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
জাপানে ‘গনি’র আঘাত, আহত ২৬

ঢাকা: দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে তাণ্ডব চালানোর পর এবার জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘গনি’। এর আঘাতে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন।



স্থানীয় সময় মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল নাগাদ এটি জাপান সাগর অতিক্রম করবে।

এরইমধ্যে ‘গনি’র আঘাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে রাস্তাঘাট। উপড়ে গেছে গাছাপালা।

দেশটির অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

প্রায় ৫ লাখ মানুষের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন কায়োদো সংবাদ সংস্থা।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ফিলিপাইনের ওপর তাণ্ডব চালায় টাইফুন ‘গনি’। এর আঘাতে দেশটিতে ২১ জনের প্রাণহানি হয়।

শনিবার (২২ আগস্ট) টাইফুনটি ফিলিপাইনের উত্তরাঞ্চলের নিম্নাঞ্চলে আঘাত হানে। কোরিয়ান শব্দ ‘গনি’ অর্থ রাজহাঁস।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।