ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৬ ছবি: সংগৃহীত

ঢাকা: ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এদের সবাইকে বেসামরিক লোক বলে দাবি করছে পশ্চিমা সংবাদমাধ্যম।



রোববার (৩০ আগস্ট) সকালে দেশটির উত্তরাঞ্চলীয় হাজাহ প্রদেশের একটি এলাকায় এ হামলা চালানো হয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে পশ্চিমা সংবাদমাধ্যম এ খবর দিচ্ছে।

সংবাদমাধ্যম বলছে, সকালে সৌদি জোটের যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত বোমা একটি বোতলজাত প্রক্রিয়ার কারখানায় আঘাত করে। এতে ওই কারখানায় কর্মরত ৩৬ জন নিহত হন।

ঈসা আহমেদ নামে স্থানীয় এক বাসিন্দা সাংবাদিকদের বলেন, হামলার পর ওই কারখানা বিধ্বস্ত হয়ে যায়। এরপর সেখান থেকে ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলোর বেশিরভাগই ছিল অগ্নিদগ্ধ এবং খণ্ডিত।

শিয়া সম্প্রদায়পন্থি হুথি বিদ্রোহীদের দমনে এবং রিয়াদে নির্বাসিত পশ্চিমা সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট আবদু-রাব্বু মনসুর হাদীকে পুনরায় ক্ষমতায় বসাতে চলতি বছরের মার্চে অভিযান শুরু করে সৌদি আরব ও তার পার্শ্ববর্তী মিত্র দেশগুলো। বর্তমান যুদ্ধাবস্থা সৌদি আরব জোটের অনুকূলে রয়েছে বলে দাবি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।