ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কী ছিলো টাইটানিকের অন্তিম মধ্যাহ্নভোজের মেন্যুতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
কী ছিলো টাইটানিকের অন্তিম মধ্যাহ্নভোজের মেন্যুতে

ঢাকা: নিলামে উঠতে চলেছে টাইটানিকের অন্তিম মধ্যাহ্নভোজের মেনু কার্ড। আগামী ৩০ সেপ্টেম্বর অনলাইনে উঠবে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া বিশ্বের এই বিলাসবহুল জাহাজের শেষ মধ্যাহ্নভোজের মেন্যু কার্ড।

একই সঙ্গে নিলামে উঠবে টাইটানিকের এক যাত্রীর চিঠি এবং ওজন যন্ত্রের একটি টিকিটও।

জাহাজের প্রথম শ্রেণির যাত্রীদের মধ্যে অন্যতম জীবিত যাত্রী আব্রাহাম লিঙ্কন সলোমন এত দিন মেন্যু কার্ডটি নিজের কাছে সযত্ন রেখে দিয়েছিলেন।

দেখা যাক, কী ছিল প্রথম শ্রেণির যাত্রীদের মেন্যুতে?

গ্রিল করা মাটন চপ, কাস্টার্ড পুডিং, কর্নড বিফ, ফ্রেঞ্চফ্রাই, হ্যাম, চিজ-সহ আরও অনেক কিছু। আব্রাহামের সঙ্গে মধ্যাহ্নভোজনের আসরে ছিলেন জাহাজের আরও এক প্রথম শ্রেণির যাত্রী। আইজাক জেরাল্ড ফ্রোয়েনথাল। মেন্যু কার্ডের পিছনে রয়েছে আইজাকের সই।

ব্রিটেনের সাউদাম্পটন থেকে ছেড়ে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করেছিল টাইটানিক। কিন্তু মাঝপথেই আটলান্টিকে সলিল সমাধি হয় বিলাসবহুল এই জাহাজের। সেটা ছিল ১৯১২ সালের ১৫ই এপ্রিল।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।