ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ. আফ্রিকার লিমপোপোতে বিক্ষোভকারীদের ব্যাপক নাশকতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
দ. আফ্রিকার লিমপোপোতে বিক্ষোভকারীদের ব্যাপক নাশকতা ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলীয় প্লাটিনাম সমৃদ্ধ প্রদেশ লিমপোপোতে ব্যাপক নাশকতা চালিয়েছে বিক্ষোভকারীরা। সোমবার (০৭ সেপ্টেম্বর) দিনগত সারারাতের সহিংসতায় ২১টি বাসে, পুলিশ স্টেশনে ও পৌর কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।



পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) মধ্যরাতে বিক্ষোভকারীরা লেফালালে শহর থেকে মারাপং শহরের সংযোগ সড়কটি অবরোধ করে।

নাশকতার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

গত দুই সপ্তাহ ধরে খনিতে কাজ না পাওয়ায় লিমপোপো’র বিভিন্ন অংশে বিক্ষোভ প্রদর্শন করে আসছে বিক্ষুব্ধ স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।