ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকের উপ বিচারমন্ত্রী অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
ইরাকের উপ বিচারমন্ত্রী অপহৃত

ঢাকা: ইরাকের উপ বিচারমন্ত্রী আব্দুল করিম আল ফারিসকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। মঙ্গলবার রাজধানী বাগদাদ থেকে তাকে অপহরণ করা হয়।

এ সময় মন্ত্রীর নিরাপত্তা রক্ষী ও গাড়ির চালকও অপহৃত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগদাদের উত্তরপূর্বাঞ্চলীয় আল বানুক এলাকায় চারটি কালো জিপ গাড়িতে আসা মুখোশধারী বন্দুকধারীরা আল ফারিসের গাড়ি অবরোধ করে তাকে উঠিয়ে নিয়ে যায়।

এই অপহরণের দায় এখনও কেউ স্বীকার করেনি। গত বুধবারও একই কায়দায় ১৮ জন তুর্কি নির্মাণশ্রমিককে অপহরণ করে সশস্ত্র বন্দুকধারীরা। এছাড়া বাগদাদের সুন্নি অধ্যুষিত আধামিয়া এলাকা থেকে অপহৃত হন ২ জন সুন্নি শেখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।