ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আরো ১০ হাজার সিরীয়কে জায়গা দিতে ওবামার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
আরো ১০ হাজার সিরীয়কে জায়গা দিতে ওবামার নির্দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা

ঢাকা: আগামী অর্থবছরে আরো ১০ হাজার সিরীয় শরণার্থীকে যুক্তরাষ্ট্রে জায়গা দিতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।

শরণার্থী সংকটে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনার মুখে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হোয়াইট হাউস এ‌ তথ্য জানায়।



হোয়াইট হাউস মুখপাত্র জোস আর্নেস্ট সংবাদমাধ্যমকে জানান, চলতি বছরের অক্টোবরে শুরু হওয়া নতুন অর্থবছরে কমপক্ষে ১০ হাজার সিরীয় শরণার্থীকে যুক্তরাষ্ট্রে জায়গা দেবার ব্যাপারে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্রে ১ হাজার ৫শ’ সিরীয় শরণার্থী প্রবেশ করেছেন বলেও জানান তিনি।

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছর ৭০ হাজার শরণার্থী নেওয়ার ব্যাপারে সম্প্রতি সম্মত হয় মার্কিন যুক্তরাষ্ট্র।

শরণার্থী সংকটে আন্তর্জাতিক মহলের চাপের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।