ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমানঘাঁটি নির্মাণ করেছে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
সিরিয়ায় বিমানঘাঁটি নির্মাণ করেছে রাশিয়া! ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় রাশিয়ার সাম্প্রতিক কার্যক্রম, বিশেষ করে লাতাকিয়ায় দেশটির সেনাবাহিনীর কার্যক্রম সন্দেহজনক বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। মস্কো সেখানে বিমানঘাঁটি নির্মাণের পরিকল্পনা করেছে বলে অভিযোগ তুলেছে ওয়াশিংটন।



সোমবার (১৪ সেপ্টেম্বর) পেন্টাগন মুখপাত্র জেফ ডেভিস বলেছেন, লাতাকিয়ায় আমরা জনমানুষ ও যন্ত্রাংশের ব্যাপক আনাগোনা শনাক্ত করেছি।

এসময় তিনি বলেন, রাশিয়ার এই কার্যক্রমে যুক্তরাষ্ট্র বেশ উদ্বিগ্ন। কারণ এতে করে দেশটিতে সংঘাত মাত্রা ছাড়াবে।

উল্লেখ্য, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথবাহিনী ইসলামিক স্টেট (আইএস) বিরোধী বিমান হামলা পরিচালনা করছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়াও যদি আলাদাভাবে অভিযান পরিচালনা করে, সেক্ষেত্রে দুই পরাশক্তি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। বরাবরের মতো এবারও দেশটি বলেছে, ইসলামিক স্টেট (আইএস) মোকাবেলায় সিরীয় সরকারকে সামরিক সহায়তা দিতেই ওই অস্ত্র ও যন্ত্রাংশগুলো পাঠানো হয়েছে।

এর আগে সিরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আশি টন মানবিক সহায়তা নিয়ে দু’টো রাশিয়ান কার্গো প্লেন দেশটিতে অবতরণ করেছে।

প্লেন দু’টি লাতাকিয়ায় অবতরণ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চল প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শক্ত ঘাঁটি বলে পরিচিত।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।