ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের লিউশেংয়ে ফের বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
চীনের লিউশেংয়ে ফের বিস্ফোরণ

ঢাকা: চীনের দক্ষিণাঞ্চলীয় শহর লিউশেংয়ে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও জানাতে পারেনি স্থানীয় সংবাদমাধ্যমগুলো।



বৃহস্পতিবার (০১ অক্টোবর) ওই শহরের একটি ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এক খবরে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে। আগেরদিন, বুধবার (৩০ সেপ্টেম্বর) একই শহরে ডাকবাহী প্যাকেজে রাখা বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও অর্ধ শতাধিকের বেশি আহত হন।

নতুন এ বিস্ফোরণে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে খবরে। এ ব্যাপারে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবারের হামলার খবরে স্থানীয় গুয়াংশি ডেইলি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, লিউশেংয়ে এদিন স্থানীয় সময় বিকেল সোয়া ৩টা থেকে ৫টার মধ্যে ১৭টি বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই শহরের একটি হাসপাতাল, স্থানীয় বাজার, একটি শপিংমল, একটি বাস স্টেশন ও কয়েকটি সরকারি ভবনে বিস্ফোরণগুলো ঘটানো হয়। সরকারি ভবনগুলোর মধ্যে একটি কারাগার ও একটি ডরমেটরিও আছে।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।