ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি মা-মেয়ে নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি মা-মেয়ে নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা মা এবং তার তিন বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে এ হামলা চালানো হয়।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রের বরাত দিয়ে রোববার (১১ অক্টোবর) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

নিহত ৩০ বছর বয়সী অন্তঃসত্ত্বা মায়ের নাম নূর হাসান, তার মেয়ের নাম শাহদ। হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালালে নূর হাসানদের বাড়ি ধসে পড়ে। এতে নিহত হন তিনি ও তার মেয়ে। হামলার পর গাজার জরুরি উদ্ধারকারী বাহিনী তৎপরতা শুরু করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা সেখানে হামাসের দু’টি অস্ত্র বানানোর কারখানা লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

গত মাসে জেরুসালেমে আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের ধরপাকড় এবং ৯ অক্টোবর সেখানে ফিলিস্তিনিদের প্রবেশে নতুন করে নিষেধাজ্ঞা জারির জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষের মধ্যে ৯ অক্টোবরেই ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত ফিলিস্তিনি নিহত হয়। আর ১০ অক্টোবর নিহত হয় আরও দুই ফিলিস্তিনি।

সংবাদমাধ্যমের তথ্য মতে, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতায় অক্টোবরের ১০ দিনেই প্রাণ হারিয়েছেন মোট ২০ জন।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএইচএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।