ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় রুশ হামলায় ২৪ ঘণ্টায় ৩০০ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
সিরিয়ায় রুশ হামলায় ২৪ ঘণ্টায় ৩০০ জঙ্গি নিহত

ঢাকা: সিরিয়ায় রাশিয়ার বিমান বাহিনীর হামলায় ইসলামিক স্টেটের (আইএস) দুই সিনিয়র কমান্ডারসহ তিন শতাধিক জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে জঙ্গিদের বেশ কিছু স্থাপনা ও আস্তানা।



রুশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইগর মাকুশেভের  বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মাকুশেভ শুক্রবার (৯ অক্টোবর) মস্কোয় একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সিরিয়ার রাকা, লাতাকিয়া, ইদলিব, আলেপ্পো এবং হামাসহ বিভিন্ন এলাকায় আইএসের প্রায় ৬০টি স্থাপনাকে লক্ষ্য করে ৬৭টি বিমান হামলা চালায়। হামলায় ওইসব এলাকায় অবস্থিত আইএস’র কমান্ড পোস্ট, প্রশিক্ষণ কেন্দ্র, যোগাযোগ কেন্দ্র ধ্বংস হয়ে যায়।

মাকুশেভ বলেন, লিওয়া-আল-হক নামে একটি জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার লক্ষ্য করে রুশ বিমান হামলা চালানো হলে ওই স্থাপনাটি ধ্বংস হয়ে যায়। আমরা ড্রোনের ধারণকৃত ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হয়েছি। এই হামলায় সংগঠনটির দুই কমান্ডারসহ ২০০ জন যোদ্ধা নিহত হয়েছে।

তিনি দাবি করেন, একইসময়ে আলেপ্পোর কাছে সুখই যুদ্ধবিমানের হামলায় আরও ১০০ জঙ্গি নিহত হয়। এখানকার হামলায় জঙ্গি সংগঠনগুলোর ছয়টি যোগাযোগ কেন্দ্র, ছয়টি অস্ত্রাগার, ১৭টি প্রশিক্ষণ কেন্দ্র এবং ১৭টি সাঁজোয়া যান ধ্বংস হয়ে যায়।

গত বছরের মাঝামাঝি সময়ে ইরাক ও সিরিয়ার কিছু অঞ্চল দখলে নিয়ে খেলাফত ঘোষণা করে আইএস। এরপর জঙ্গিরা বিদেশি নাগরিকদের জিম্মি করে গলা কেটে ও আগুনে পুড়িয়ে মারতে শুরু করলে তাদের বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। এই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা আইএস দমনে বিমান হামলা শুরু করে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় ধরে রাখতে আইএস নির্মূলে গত ৩০ সেপ্টেম্বর বিমান হামলা শুরু করে রাশিয়াও। ৪ অক্টোবর থেকে হামলা জোরদারের ঘোষণা দেয় মস্কো।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
আরএইচএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।