ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হিউস্টনে গুলিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
হিউস্টনে গুলিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ঢাকা: যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরের টেক্সাস সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশে শুক্রবার সকালে একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে ছোড়া গুলিতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত একজন।



এ ঘটনায় সন্দেহভাজন দুই জনকে আটক করে হাজাতে পাঠানো হয়েছে।

ওই শিক্ষা প্রতিষ্ঠানটির বরাত দিয়ে শনিবার (১০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকশ করে।

কে বা কারা গুলি চালিয়েছে এবং এই গুলি চালানোর লক্ষ্য সম্পর্কে প্রাথমিকভ‍াবে পুলিশ কিছু জানাতে পারেনি।

এ ঘটনায় শুক্রবার বিশ্ববিদ্যালয়টির ৯ হাজার ৭শ’ শিক্ষার্থীকে কয়েক ঘণ্টার জন্য সরিয়ে নেওয়া হয় এবং সব ধরনের ক্লাস ও পরীক্ষা বাতিল করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করে বলতে না পারলেও স্থানীয় সংবাদমাধ্যম বলছে, নিহত জন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার অবস্থা আশঙ্কাজনক। তবে তাদের পরিচয় জানানো হয়নি।

টেক্সাস সাউদার্ন ইউনিভার্সিটি জানায়, বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের পাশে একটি অ্যাপার্টমেন্টে দু’টি পৃথক গুলির ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।