ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে শান্তি র‌্যালিতে আত্মঘাতী হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
তুরস্কে শান্তি র‌্যালিতে আত্মঘাতী হামলা, নিহত ২০ ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের রাজধানী অাঙ্কারায় একটি যুদ্ধবিরোধী শান্তি র‌্যালিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার সকালে আঙ্কারার কেন্দ্রস্থলে অবস্থিত একটি ট্রেন স্টেশনের কাছে এই হামলার ঘটনা ঘটে।



এই হামলায় প্রাথমিকভাবে ২০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করে তুরস্কের ডোগান নিউজ এজেন্সি। হামলাটি আত্মঘাতী ছিলো বলে তুর্কি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে তুরস্কের সরকারি নিউজ এজেন্সি আনাদলু।

তুরস্কের কুর্দি অধ্যুষিত দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান সংঘাত অবসানের আহ্বান জানিয়ে শনিবার আঙ্কারায় ওই শান্তি র‌্যালির ডাক দেয় তুরস্কের শ্রমিক অধিকার সংগঠনগুলো।

উল্লেখ্য, তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকায় বিচ্ছিন্নতাবাদী পিকেকে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তুর্কি সামরিক বাহিনী।
 
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
আরআই




 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।