ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আঙ্কারায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
আঙ্কারায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি শান্তি র‌্যালিতে আত্মঘাতী বোমা হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫তে । এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮৬ জন।



স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) সকাল দশটার দিকে আঙ্কারার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ট্রেন স্টেশনের কাছে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‌্যালিতে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে আগত অংশগ্রহণকারীরা স্টেশনটির আশপাশের জড়ো হতে শুরু করলে তাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।

হামলাটি আত্মঘাতী ছিলো বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদলু।

তুরস্কের কুর্দি অধ্যুষিত দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান সংঘাত অবসানের আহ্বান জানিয়ে শনিবার আঙ্কারায় ওই শান্তি র‌্যালির ডাক দেয় তুর্কি ট্রেড ইউনিয়ন কনফাডেরশন অব পাবলিক সেক্টর ট্রেডস ইউনিয়ন (কেইএসকে) সহ আরও কয়েকটি সংগঠন। কর্মসূচিকে সমর্থন দেয় কুর্দি রাজনৈতিক দল এইচডিপিসহ তুরস্কের বেশ কয়েকটি সরকার বিরোধী বামপন্থি রাজনৈতিক দল।

এ ঘটনায় তুরেস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। দুজন আত্মঘাতী হামলাকারী বোমা ‍দুটির বিস্ফোরণ ঘটিয়েছেন বলেও দাবি করেন আহমেদ দাভুতোগলু।
 
উল্লেখ্য, তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকায় বিচ্ছিন্নতাবাদী পিকেকে বিদ্রোহীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত তুর্কি সামরিক বাহিনী। কয়েক দশক আগে শুরু হওয়া এ গৃহযুদ্ধে কমপক্ষে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১০,২০১৫/আপডেট ০২৫৭ ঘণ্টা
আরআই/এমজেএফ

** তুরস্কে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩০
** তুরস্কে শান্তি র‌্যালিতে আত্মঘাতী হামলা, নিহত ২০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।