ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ন্যাটোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আফগানিস্তানে ন্যাটোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাজ্যের দুই সেনাসহ পাঁচ ন্যাটো সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।



রোববার (১১ অক্টোবর) দিনগত রাতে আফগানিস্তানে ন্যাটোর ‘রেজোল্যুট সাপোর্ট মিশন’র সদর দফতরে অবতরণকালে পুমা এমকে-টু হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এই সদর দফতর কাবুলে অবস্থিত।

দুর্ঘটনায় নিহত বাকি তিন সদস্যের পরিচয় এখনও প্রকাশ করেনি ন্যাটো কর্তৃপক্ষ। সেই সঙ্গে আহতদের ব্যাপারেও কিছু জানানো হয়নি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, এটি স্রেফ একটি দুর্ঘটনা। কোনো সন্ত্রাসী হামলার শিকার হয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়নি।

দুর্ঘটনায় নিহত ব্রিটিশ সেনাদের পরিবারকে এ বিষয়ে জানানো হয়েছে বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।