ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করতে চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
ইরানের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করতে চায় চীন ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করতে চায় চীন। বিষয়টি জানিয়েছেন চীনের পিপল’স লিবারেশন আর্মির উপ-প্রধান অ্যাডমিরাল সান জিয়াঙ্গুও।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইরানি প্রতিরক্ষামন্ত্রী হোসেন দেহগানের সঙ্গে এক বৈঠকে তেহরান সফররত অ্যাডমিরাল সান তার দেশের এ আগ্রহের কথা জানান।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে অ্যাডমিরাল সান ইরানি প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে চীনের আগ্রহ রয়েছে। দুই দেশের মধ্যে বন্দুত্বপূর্ণ সম্পর্কের আরও উন্নয়নই এই সফরের অন্যতম লক্ষ্য। সেই সঙ্গে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি ও ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক স্থাপনের ব্যাপারেও চীনের আগ্রহ রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।