ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্বামী-স্ত্রীর পদবি এক হতে হবে, জাপান আদালতের রায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
স্বামী-স্ত্রীর পদবি এক হতে হবে, জাপান আদালতের রায় ছবি: সংগৃহীত

ঢাকা: স্বামী-স্ত্রীর উপনাম বা পদবি এক হওয়া সংক্রান্ত জাপানের একটি আইনকে বৈধ ঘোষণা করেছে দেশটির একটি আদালত।

তবে নারী অধিকার কর্মীরা বলছেন, আইনটি অসাংবিধানিক।

সংবিধানে বৈষম্য পরিহারের কথা বলা হলেও এটি বৈষম্যমূলক। কারণ সিংহভাগ দম্পতির ক্ষেত্রেই স্বামীর পদবি স্ত্রীর নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়।

তবে আদালত তার রায়ে বলেছেন, আইনটি অসাংবিধানিক নয়।

স্বামী-স্ত্রীর পদবি সংক্রান্ত আইনের পাশাপাশি আদালত অপর একটি আইনও বিবেচনায় নিয়েছে। ওই আইন অনুযায়ী, বিচ্ছেদের পর জাপানি কোনো নারী ছয় মাসের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না।

উভয় আইনই ১৯ শতকে জাপানে মেইজি যুগে প্রবর্তিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।