ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের পর ইউরোপীয় শেয়ারবাজারেও সূচকের পতন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
চীনের পর ইউরোপীয় শেয়ারবাজারেও সূচকের পতন

ঢাকা: চীনা শেয়ারবাজারে সূচক পতনের পর এবার পতন দেখা দিয়েছে ইউরোপের বড় বড় বাজারগুলোয়ও। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) এসব বাজারে ৩ শতাংশ পর্যন্ত সূচকের পতন দেখা গেছে।



এ দিন লন্ডনে দ্য ১০০ শেয়ার ইনডেক্সে সূচকের পতন হয় প্রায় ৩ শতাংশ। জার্মানিতে দ্য ডাক্স-এ ৩ দশমিক ৫৬ শতাংশ ও ফ্রান্সে সিএসি ইন্ডেক্সে ৩ দশমিক ১৭ শতাংশ পর্যন্ত সূচকের পতন দেখা গেছে।

এর আগে পতনের মুখে বৃহস্পতিবারের লেনদেন বন্ধ হয়ে যায় চীনের স্টক মার্কেটে। এ দিন লেনদেন শুরুর পর থেকেই দ্রুত সূচকের পতন ঘটতে থাকে এখানে। ৩০ মিনিটের মাথায় সাংহাই স্টকে দিনের লেনদেন বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ, যা ২৫ বছরের ইতিহাসে সর্বনিম্ন সময়ের লেনদেন।

লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটে সিএসআই৩০০ সূচক ৫ শতাংশ কমে যায়। কিছু সময় বন্ধ থাকার পর ফের লেনদেন শুরু হলে সূচক পতন হয় ৭ শতাংশ, যা সার্কিট ব্রেকার স্পর্শ করে। ফলে দিনের লেনদেন বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরএইচ

** পতনের মুখে চীনের স্টক মার্কেটে লেনদেন বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।