ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জমি-বিরোধে ৭ শিশুসহ একই পরিবারের ১৪ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
জমি-বিরোধে ৭ শিশুসহ একই পরিবারের ১৪ জনকে হত্যা ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মহারাষ্ট্রে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সাত শিশুসহ একই পরিবারের ১৪ জনকে হত্যা করেছে ওই পরিবারেরই এক সদস্য। ১৪ জনকে হত্যার পর হত্যাকারী নিজেও আত্মহত্যা করেছে।



রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে মহারাষ্ট্রের তানে জেলার একটি বাড়িতে এ বর্বর হত্যাকাণ্ড ঘটে। নিহত ১৪ জনের মধ্যে সাত শিশু ছাড়াও ছয় নারী ছিলেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পরিবারের একে একে ১৪ জনকে গলাকেটে হত্যা করে ওই আত্মঘাতী। তবে, ‍আঘাত পেলেও বেঁচে গেছেন এক নারী।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ১৪ জনের নিথর মরদেহ উদ্ধার করে। সেসময় হত্যাকারীর ঝুলন্ত মরদেহও উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
টিআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।