ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হারারেতে দুই বাসের সংর্ঘষে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
হারারেতে দুই বাসের সংর্ঘষে নিহত ৩০

ঢাকা: জিম্বাবুয়ের রাজধানী হারারেতে প্রধান সড়কে দুই বাসের সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৩৬ জন।



আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (০৫ মার্চ) স্থানীয় পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

স্থানীয় পুলিশের মুখপাত্র চ্যারিটি ক্যারাম্বা জানান, যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় একটি বাসের টায়ার বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসটিকে ধাক্কা দিলে এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর উভয় বাসের চালকসহ ২৮ জন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তারা মারা যান।

কিছুদিন আগেও টায়ার বিস্ফোরণে বাস সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ হয়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬/আপডেট: ১৩৪৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।