ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিক্ষোভকারীকে ‘আইএস সমর্থক’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
বিক্ষোভকারীকে ‘আইএস সমর্থক’ বললেন ট্রাম্প ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের ডেটন শহরে অনুষ্ঠিত এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলে প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প।

আকস্মিকভাবে এক বিক্ষোভকারী মঞ্চে ঝাঁপিয়ে উঠলে ট্রাম্প স্তব্ধ হয়ে বক্তব্য বন্ধ করে দেন।

পরে ওই বিক্ষোভকারীকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ‘আইএস সমর্থক’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প।

শনিবার (১২ মার্চ) এমনই ঘটনা ঘটেছে বলে রোববার (১৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

এ সময় ট্রাম্প বলেন, ‘এই ব্যক্তিকে জেলে পাঠানো উচিত। সে সম্ভবত আইএস সমর্থক। ’ তবে এ ঘটনায় ট্রাম্প অক্ষত রয়েছেন। বিক্ষোভকারী ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

ইসলাম ও মুসলমান সম্পর্কে বিতর্কিত মন্তব্য, কর্মী ভিসা, সামাজিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয় ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের প্রতিবাদ জানাতেই ওই বিক্ষোভকারী এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শুক্রবার (১১ মার্চ) শিকাগোতে ট্রাম্পের সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নির্ধারিত নির্বাচনী র‌্যালি বাতিল করেন ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।