ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মডেলে মজে সেলফি, বরখাস্ত পাকিস্তানি মুফতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
মডেলে মজে সেলফি, বরখাস্ত পাকিস্তানি মুফতি সেলফিতে বেশ ঘনিষ্ঠভাবে দেখা যায় মডেল কান্দিল ও মুফতি কাবীকে/ছবি: সংগৃহীত

ঢাকা: মডেলের সঙ্গে সেলফি তুলে চাঁদ দেখা কমিটি থেকে বরখাস্ত হয়েছেন পাকিস্তানের এক মুফতি। কান্দিল বেলুচ নামে এক জনপ্রিয় মডেলের সঙ্গে তোলা সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবদুল কাবী নামে ওই মুফতি বরখাস্ত হন।

গত বুধবার (২২ জুন) পাকিস্তানের কেন্দ্রীয় ধর্মমন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ ওই মুফতিকে বরখাস্ত করে একটি আদেশ জারি করেন। কেবল বরখাস্তই নয়, তার সেলফি তোলার এ ঘটনা তদন্তের জন্য জাতীয় উলামা-মাশায়েখ পরিষদেও পাঠিয়েছেন তিনি।

করাচির একটি টেলিভিশন অনুষ্ঠানে মুফতি ও মডেলের এই ছবি তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুফতি কাবী তেহরিক ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের অনুগত বলে পরিচিত। তিনি পিটিআইয়ের ওলামা শাখার প্রধান পদেও ছিলেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, গত সোমবার (২০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কান্দিল বেলুচ ও মুফতি কাবীর ওই সেলফিটি। এতে দেখা যায় একটি কক্ষে মুফতির পাশে বসে কান্দিল স্মার্টফোনে সেলফি তুলছেন। আর তার ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন ফোনালাপে মগ্ন মুফতি কাবী। এসময় আবার মুফতির টুপি দেখা যায় মডেল কান্দিলেরই মাথায়। সেলফিতে বেশ ঘনিষ্ঠভাবে দেখা যায় দু’জনকে। এরকম দু’টি সেলফি পোস্ট করা হয় বিভিন্ন সামাজিক মাধ্যমে।

এ বিষয়ে যোগাযোগ করলে মুফতি সংবাদমাধ্যমকে বলেন, ‘সম্প্রতি করাচিতে একটি টিভি অনুষ্ঠানে আমার সঙ্গে দেখা করার পর কান্দিল বেশ উচ্ছ্বাস দেখা যায়। সে আমার টুপি মাথায় নিয়ে সেলফি তুলে নেয়। সেসময় আমি ফোনালাপে ব্যস্ত ছিলাম। ’

‘এমনকি সে ইমরান খানের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার আবদারও জানায় আমার কাছে। ’

এ বিষয়ে কান্দিলের সঙ্গে যোগাযোগ করলে তিনি উল্টো মুফতি কাবীকে দোষারাপো করেন। বলেন, ‘আমি কেন তার সঙ্গে দেখা করতে চাইবো...আসল কথা হলো সেদিন তিনিই বলেছিলেন, রমজানের চাঁদ দেখার আগে তিনি আমার চেহারায় চোখ রাখতে চান। ’

কান্দিল হেসে উঠে বলেন, ‘তিনি আমাকে বললেন ইমরান খান ৬৫ বছর বয়সী, আর তিনি (মুফতি কাবী) ৫০ বছর বয়সী। আমাদের দু’জনের মধ্যে (কান্দিল ও মুফতি) ২৫ বছরের ব্যবধান খুব বড় নয়। ’

রমজান মাসে কান্দিল ও মুফতি কাবীর এই সেলফি বেশ আলোচনার জন্ম দিয়েছে ‍পাকিস্তানজুড়ে। এ বিষয়ে দৃষ্টি ‍আকর্ষণ করা হলে পিটিআইয়ের মুখপাত্র দাবি করেন, মুফতি কাবী নন, পিটিআইয়ের ওলামা শাখার প্রধান মুফতি সাঈদ।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।