ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম বিশ্বযুদ্ধে আর্মেনীয় হত্যাকে গণহত্যা বললেন পোপ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
প্রথম বিশ্বযুদ্ধে আর্মেনীয় হত্যাকে গণহত্যা বললেন পোপ 

ঢাকা: ১৯১৫ সালে অটোমান তুর্কি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে মারা পড়ে বিপুল সংখ্যক আর্মেনীয় নাগরিক। এ মৃত্যুকে আবারো ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছেন বিশ্বের ক্যাথলিক চার্চ প্রধান পোপ ফ্রান্সিস।

সম্প্রতি আর্মেনিয়ায় দেশটির প্রেসিডেন্ট সের্জ সার্গসিয়ানের সঙ্গে এক বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (২৫ জুন) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। পোপ ফ্রান্সিস বলেন, এ ঘটনা গত শতাব্দীর অন্যতম ট্রাজেডি, গণহত্যা। এর আগে ২০১৫ সালেও একই ধরনের মন্তব্য করেছিলেন পোপ ফ্রান্সিস। তার ওই মন্তব্যে সেই সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় তুরস্ক।

উল্লেখ্য, প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৫ থেকে ১৯১৭ সালের মধ্যে নিহত হয় প্রায় ১৫ লাখ আর্মেনীয়।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।