ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দার্জিলিং সফর করবেন প্রণব মুখার্জি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১৬
দার্জিলিং সফর করবেন প্রণব মুখার্জি

ঢাকা: তিনদিনের সফরে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা সফর করবেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

১০ জুলাই (রোববার) তার এই সরকারি সফর শুরু হচ্ছে।

এদিন সকালে দিল্লি থেকে বিশেষ প্লেনে বাগডোগরায় পৌঁছাবেন প্রণব। তারপর হেলিকপ্টারযোগে বাগডোগরা থেকে লেবং হেলিপ্যাডে যাবেন। ওই দিন বিকেল ৫টায় ম্যাল চৌরাস্তায় রাষ্ট্রপতিকে রাজ্যের তরফে স্বাগত জানানো হবে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা।

পরের দিন দুপুরে ফের ম্যাল চৌরাস্তার কবি ভানুভক্তের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি থাকবেন। ১৪ জুলাই, সকালে দার্জিলিং টি অ্যাসোসিয়েশনের সাধারণ সভাতেও প্রণবের উপস্থিত থাকার কথা রয়েছে। ১৫ জুলাই, সকালে বাগডোগরা হয়ে তার দিল্লি ফিরে যাওয়ার সূচি।

রাষ্ট্রপতি হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার দার্জিলিং সফর প্রণব মুখার্জির। এর আগে ২০১৩ সালে নভেম্বর মাসে দার্জিলিং সেন্ট যোশেফ স্কুলের ১২৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে জেলায় এসেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।