ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে হামলার ঘটনায় ১২ পাকিস্তানিসহ গ্রেফতার ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৬
সৌদি আরবে হামলার ঘটনায় ১২ পাকিস্তানিসহ গ্রেফতার ১৯

ঢাকা: সৌদি আরবে মসজিদে নববী, মার্কিন কন্স্যুলেট এবং কাতিফে সংঘটিত সাম্প্রতিক হামলার ঘটনায় সন্দেহভাজন ১৯ জনকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। গ্রেফতারকৃতদের মধ্যে ১২ জনই পাকিস্তানের নাগরিক।

শুক্রবার (০৮ জুলাই)  এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

জেদ্দায় মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী হামলাকারী পাকিস্তানের নাগরিক বলে জানায় সৌদি কর্তৃপক্ষ। এছাড়া মদিনায় মসজিদে নববী সংলগ্ন কার পার্কিংয়ে আত্মঘাতী হামলাকারী নায়ের মুসলিম হামাদ (২৬) একজন সৌদি নাগরিক। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল।
 
একই দিন সৌদি আরবের কাতিফে হামলাকারীদের নামও প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। হামলাকারীরা হলেন-  আব্দুল রহমান আল-ওমর (২৩), ইব্রাহিম আল-ওমর (২০) ও আব্দুল করিম আল হুসনি (২০)।
 
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১৬
আরএইচএ/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।