ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ত্র নিয়ে মার্কিন প্রশাসনিক ভবনে প্রবেশের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ৮, ২০১৬
অস্ত্র নিয়ে মার্কিন প্রশাসনিক ভবনে প্রবেশের চেষ্টা

ঢাকা: ওয়াশিংটন ডিসিতে আমেরিকার ফেডারেল কংগ্রেস ভবনে অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টার খবরে কিছু সময়ের জন্য ভবনটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে একজন সম্ভাব্য অস্ত্রধারী নারীকে খুঁজছে পুলিশ। কিন্তু এর বিস্তারিত কিছু জানানো হয়নি।

হাউজ প্রেস গ্যালারির একজন কর্মকর্তা জানান, অস্ত্র নিয়ে প্রবেশের খবরে কিছু সময়ের জন্য ভবনটি বন্ধ করে দেওয়া হয়। তবে তা পরে খুলে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

ই-মেইল বার্তায় ইভা মালেকি নামে ক্যাপিটল পুলিশের মুখপাত্র জানান, অতিরিক্ত সর্তকতা হিসেবে ইউএস ক্যাপিটল এবং ক্যাপিটল ভিজিটর সেন্টার বন্ধ রাখা হয়েছিল ক্যাপিটল পুলিশের কাছে আসা এক গোপন রিপোর্ট তদন্তের ভিত্তিতে।

অপর এক পুলিশ কর্মকর্তা জানান, নিরাপত্তারক্ষীদের কাছে খবর আসে অস্ত্র হাতে একজন নারী একটি টানেল দিয়ে রেবার্ন হাউজ অফিস ভবনটিতে প্রবেশের চেষ্টা করতে পারেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৬/আপডেট: ২০২১ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।