ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় যানজটে আটকে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
ইন্দোনেশিয়ায় যানজটে আটকে নিহত ১২

ঢাকা: ইন্দোনেশিয়ায় ভয়াবহ যানজটে আটকা পড়ে পানিশূন্যতা ও অবসাদে শিশুসহ কমপক্ষে ১২জনের মৃত্যু হয়েছে।  

টানা তিন দিন ধরে দেশটির জাভা দ্বীপের ব্রেবেস শহরের গুরুত্বপূর্ণ মহাসড়কে দীর্ঘ ২০ কিলোমিটার যানজটে কয়েক হাজার মানুষ আটকে পড়লে এ ঘটনা ঘটে।

 

কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার (০৯ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে ওই সড়কে এ তীব্র যানজটের সৃষ্টি হয়। ইন্দোনেশিয়ায় গত বুধবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।  
 
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র হেমি প্রামুরাহার বলেন, রাস্তার পাশে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ও সুপারমার্কেটগুলোর কারণে যানজটের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।

‘দীর্ঘ ২০ কিলোমিটার যানজটে ১০ হাজারেরও বেশি গাড়ি আটকা পড়ে। ’ 

বাংলাদেশ সময়:০৮৩৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।