ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আত্মসমর্পণ করছেন অভ্যুত্থানকারী তুর্কি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
আত্মসমর্পণ করছেন অভ্যুত্থানকারী তুর্কি সেনারা ছবি- সংগৃহীত

ঢাকা: আত্মসমর্পণ করতে শুরু করেছে তুরস্কের সরকার উৎখাতের চেষ্টাকারী সামরিক বাহিনীর সদস্যরা।

শনিবার (১৬ জুলাই) সকাল থেকে আত্মসমর্পণ করতে শুরু করেন তারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দেশটির একটি সেতুতে অবস্থান নেয়া অভ্যুত্থানকারী সেনারা তাদের সাঁজোয়া যান থেকে একে একে হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বেরিয়ে আসছেন।

এর আগে অভ্যুত্থান প্রচেষ্টার শুরুতে শুক্রবার (১৫ জুলাই) রাতে ওই সেতু দখল করেছিলো তারা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা জানায়, এখন পর্যন্ত প্রায় ২০০ নিরস্ত্র সেনা আত্মসমর্পণ করেছে।

বাংলাদেশ সময়: ১০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
আরএইচএস/আরআই

আরও পড়ুন-

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানে নিহত বেড়ে ৯০

নিখোঁজের পর উদ্ধার হলেন তুর্কি সেনা প্রধান হুলুসি

তুরস্কে ৫ জেনারেল, ২৯ কর্নেলসহ আটক ৭৫৪ সেনা সদস্য

তুরস্কের ভারপ্রাপ্ত সেনা প্রধান দুনদার

তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টায় ৬০ জনের প্রাণহানি, গ্রেফতার ৭৫৪

ছবিতে তুরস্কের সামরিক বাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টা

অভ্যুত্থানের মধ্যেই ইস্তাম্বুল ফিরলেন এরদোগান

‘অভ্যুত্থান ব্যর্থ হয়েছে’ দাবি তুর্কি প্রধানমন্ত্রীর

অভুত্থান ব্যর্থ করার দাবি তুর্কি গোয়েন্দা সংস্থার

তুরস্কে অভ্যুত্থানকারীদের হামলায় ১৭ পুলিশ নিহত

তুরস্কে সেনা অভ্যুত্থান!

তুরস্কে ‘সেনা অভ্যুত্থান’ চেষ্টা!

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।