ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চলে গেলেন মিশরের নোবেল বিজয়ী বিজ্ঞানী আহমেদ জিওয়ালি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
 চলে গেলেন মিশরের নোবেল বিজয়ী বিজ্ঞানী আহমেদ জিওয়ালি

ঢাকা: নোবেল পুরস্কার বিজয়ী মিশরের প্রখ্যাত রসায়নবিদ আহমেদ জিওয়ালি মারা গেছেন । ১৯৯৯ সালে সময়ের খুবই ক্ষুদ্র ব্যাপ্তির ( এক সেকেন্ডের মিলিয়ন কিংবা বিলিয়ন ভগ্নাংশ) মধ্যে রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণের পদ্ধতি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) তিনি মারা যান বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পাসাডানায় অবস্থিত ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি কর্তৃপক্ষ (ক্যালটেক)। বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানটিতে তিনি রসায়ন বিদ্যায় লাইনাস পলিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।

জিওয়ালি মিশরের ডামানহুরে জন্ম নিলেও বসবাস করতেন লস এঞ্জেলেসের সান মেরিনোতে।

ক্যালটেকে দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতার সময় ফেমটোকেমিস্ট্রির পথিকৃত হিসেবে গণ্য হয়ে থাকেন জিওয়ালি ও তার ছাত্ররা।

এই পদ্ধতিতে লেসার প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা ফেমটো সেকেন্ডে ( সেকেন্ডের মিলিয়ন মিলিয়ন ভগ্নাংশ) রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ করতে সক্ষম হন।
 
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।