ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের প্রাচীর ঘিরে হবে বিশ্বের গভীরতম রেলস্টেশন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
চীনের প্রাচীর ঘিরে হবে বিশ্বের গভীরতম রেলস্টেশন

ঢাকা: বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এক আশ্চর্য চীনের প্রাচীর। আর এ প্রাচীর ঘিরে বিশ্বের গভীর ও দীর্ঘতম রেলস্টেশন বানানোর ঘোষণা দিয়েছে চীন।

 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

চীনের বাদালিং এলাকায় এ রেলস্টেশন দিয়ে চলবে দ্রুতগতির ট্রেন। যা গ্রেট ওয়াল থেকে মাত্র ৮০ কিলোমিটার দূর দিয়ে চলাচল করবে।

চেন বেন নামে চীনা রেলওয়ের এক কর্মকর্তা জানান, বাদালিং স্টেশনটি ভূপৃষ্ঠ থেকে ১০২ মিটার (৩৩৫ ফুট) নিচে ৩৬ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মাণ করা হবে। আর এটি হবে বিশ্বের সবচেয়ে গভীরে তৈরি এবং সবচেয়ে বড় রেলস্টেশন।

রেলস্টেশনটি নির্মাণে ‘গ্রেট ওয়াল’র কোনো ক্ষতি হবে না বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে কবে নাগাদ এর নির্মাণ কাজ শুরু হবে এ সংক্রান্ত তথ্য জানা যায়নি।

২০২২ সালে চীনে অনুষ্ঠেয় অলিম্পিক ঘিরে ও পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে এ উদ্যোগ।

দেশটির জাতীয় পর্যটন প্রশাসন জানায়, চীনের ওই এলাকায় প্রায় সবসময়ই পর্যটকদের চাপ থাকে। এছাড়া চীনা নববর্ষের সময় একদিনে পর্যটকদের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
আরএইচএস/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।