ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কেনিয়ায় গেস্ট হাউজে জঙ্গি হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
কেনিয়ায় গেস্ট হাউজে জঙ্গি হামলা, নিহত ১২

ঢাকা: কেনিয়ার মান্দেরা শহরের বিশারো গেস্ট হাউজে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে এখন পর্যন্ত ১২জন নিহতের খবর পাওয়া গেছে।

 

এ ঘটনায় এখনও বেশ কয়েকজন গেস্ট হাউজের ভেতরে জিম্মি অবস্থায় রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।  

স্থানীয় পুলিশ জানায়, নিহতদের সবাই বেসামরিক লোকজন। এদের মধ্যে ১০জন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এসেছিলেন। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটির পুলিশের এক কর্মকর্তা বলেন, গেস্ট হাউজের ভেতরে এখনও কতজন জিম্মি অবস্থায় রয়েছে আমরা জানি না। তবে তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।