ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় গাড়ি বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
লিবিয়ায় গাড়ি বিস্ফোরণে নিহত ৫

ঢাকা: লিবিয়ার বেনগাজিতে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় এক রাজনীতিবিদসহ অন্তত পাঁচজন নিহত এবং বেশকয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে বেনগাজির আল-কেশ শহরে একটি ক্যাফের কাছে এ ঘটনা ঘটে। এটি বোমা হামলা কিনা তা প্রাথমিকভাবে জানা যায়নি।  

রোববার (৩০ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহত রাজনীতিবিদের নাম মোহাম্মদ বৌগাগাস। তিনি ঘটনাস্থলের পাশে একটি ক্যাফেতে বসে ছিলেন। এ সময় সেখানে গাড়ির বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।

এছাড়া এ ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ১০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।