ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অকার্যকর সিসি ক্যামেরার কারণে কয়েদিদের পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
অকার্যকর সিসি ক্যামেরার কারণে কয়েদিদের পলায়ন

ঢাকা: কারাগারের ভেতরের সিসি ক্যামেরা কার্যকর না থাকায় কয়েদিরা পালাতে সক্ষম হয়েছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।  

সোমবার (৩১ অক্টোবর) ভোরে ভারতের মধ্য প্রদেশের ভোপাল শহরের একটি কারাগারের নিরাপত্তারক্ষীকে হত্যা করে দেয়াল টপকে পালিয়ে যায় আট কয়েদি।

যদিও পরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তারা নিহত হয়। ‍

ঘটনার তদন্ত করছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা ও ইন্টেলিজেন্স ব্যুরো।  

এদিকে, আলোচিত ওই ঘটনার পর পাঁচ কর্মকর্তাকে সরিয়ে নতুন দলকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা কাজ শুরু করেছেন। তবে সিসি ক্যামেরার অকার্যকারিতার বিষয়ে কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ওইদিন আনুমানিক রাত ২টার দিকে কারাগারের এক নিরাপত্তারক্ষীর গলা কেটে হত্যা করে কয়েদিরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়া কয়েদিরা একটি উগ্র ধর্মীয় গোষ্ঠীর কর্মী।

গত বছর দিল্লির তিহার কারাগারের দেয়ালের নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে দুই কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।