ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে খনিতে বিস্ফোরণ: আটকে পড়া ৩৩ জনই মৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
চীনে খনিতে বিস্ফোরণ: আটকে পড়া ৩৩ জনই মৃত

ঢাকা: চীনের চংচিং শহরের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় আটকা পড়া বাকি ১৮ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে দেশটির উদ্ধারকর্মীরা।  

এ নিয়ে গত দুইদিনে খনিতে আটকা পড়া মোট ৩৩জনের মরদেহ উদ্ধার করা হলো।

বুধবার (০২ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, চংচিং শহরের ওই কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় আটকা পড়া বেশ কয়েকজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) এ ঘটনায় দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হলেও দিনরাত উদ্ধারে কাজ অব্যাহত রেখেও অন্যদের জীবিত উদ্ধার করা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনে লিকেজ থেকে গ্যাস বৈদ্যুতিক স্ফুলিঙ্গের সংস্পর্শে আসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।  

এর আগে মঙ্গলবার (০১ নভেম্বর) ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।  

চীনের কয়লা খনিতে গ্যাসের লাইনে লিকেজ থেকে প্রায়ই এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
ওএইচ/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।