ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সরকার দরিদ্রদের জন্য নিবেদিত: মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
সরকার দরিদ্রদের জন্য নিবেদিত: মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তার সরকার দরিদ্রদের জন্য নিবেদিত। দরিদ্রদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে।

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তার সরকার দরিদ্রদের জন্য নিবেদিত। দরিদ্রদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।

মোদী বলেন, আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে উল্লেখ করেছে। কিন্তু কালো টাকা বিকাশমান অর্থনীতির প্রধান অন্তরায়।

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, সবকা সাথ সবকা বিকাশই আমাদের লক্ষ্য-উদ্দেশ্য (সবাইকে সঙ্গে নিয়ে সবার উন্নয়নে কাজ করা)।

ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার দরিদ্রদের জন্যই নিবেদিত। দরিদ্রদের ভাগ্যোন্নয়নে আমরা কাজ করছি। কাজ করছি তাদের ক্ষমতায়নে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।