ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হিলারি-ট্রাম্পকে নিয়ে ওয়াকমন্টের কুকি উন্মাদনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
হিলারি-ট্রাম্পকে নিয়ে ওয়াকমন্টের কুকি উন্মাদনা ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৮ নভেম্বর (সোমবার) সকাল ৬ টা থেকে ৫০টি অঙ্গরাজ্যে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। আর এই নির্বাচন নিয়ে উন্মাদনা চলছে দেশটির নাগরিকদের মধ্যেও। 

ঢাকা: যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৮ নভেম্বর (সোমবার) সকাল ৬ টা থেকে ৫০টি অঙ্গরাজ্যে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। আর এই নির্বাচন নিয়ে উন্মাদনা চলছে দেশটির নাগরিকদের মধ্যেও।

 

নিজ নিজ অবস্থান থেকে অনেকে প্রাচারণা চালাচ্ছেন তাদের পছন্দের প্রার্থীর জন্যে। কেউবা নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায় উন্নতির চেষ্টাও করছেন।  

সম্প্রতি দেশটির একটি কুকি প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রার্থী ডেমোক্রাট দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত কুকি তৈরি করেছে।  

ওয়াকমন্ট নামে ওই কুকি প্রতিষ্ঠানটি কেনো বা কি কারণে এসব কুকি তৈরি করেছে তা জানা না গেলেও এসব কুকি ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয়দের মধ্যে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।