ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চলে গেলেন প্রখ্যাত গায়ক লিওনার্দ কোহেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
চলে গেলেন প্রখ্যাত গায়ক লিওনার্দ কোহেন ছবি: সংগৃহীত

কানাডার প্রখ্যাত গায়ক, গানলেখক, কবি এবং ঔপন্যাসিক লিওনার্দ নর্মান কোহেন আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে মৃত্যু হয়েছে তার। কোহেনের বয়স হয়েছিলো ৮২ বছর।

ঢাকা: কানাডার প্রখ্যাত গায়ক, গানলেখক, কবি এবং ঔপন্যাসিক লিওনার্দ নর্মান কোহেন আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে মৃত্যু হয়েছে তার।

কোহেনের বয়স হয়েছিলো ৮২ বছর।

শুক্রবার (১১ নভেম্বর) তার অফিসিয়াল ফেসবুকে পেজে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়। তবে এতে কোহেনের মৃত্যুর কারণ জানানো হয়নি।

কোহেন কানাডার সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অব কানাডা’-এ ভূষিত হয়েছিলেন। এছাড়া ২০১১ সালে তিনি সাহিত্যে ‘পিন্স অব আস্তুরিয়াস’ পুরস্কার লাভ করেন।

চলতি বছরের অক্টোবরে তার ১৪তম এবং সর্বশেষ অ্যালবাম ‘ইউ ওয়ান্ট ইট ডার্কার’ প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।