ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভাইকে বাঁচাতে সতীত্ব বিক্রির বিজ্ঞাপন হাতে বোন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
ভাইকে বাঁচাতে সতীত্ব বিক্রির বিজ্ঞাপন হাতে বোন

মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত ভাই। দরিদ্র পরিবারের পক্ষে তার চিকিৎসা ব্যয় বহন অসম্ভব। প্রতিনিয়তই অবস্থার অবনতি হচ্ছে। কিন্তু হাল ছাড়তে নারাজ বোন। শেষ উপায় হিসেবে নিজের সতীত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা: মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত ভাই। দরিদ্র পরিবারের পক্ষে তার চিকিৎসা ব্যয় বহন অসম্ভব।

প্রতিনিয়তই অবস্থার অবনতি হচ্ছে। কিন্তু হাল ছাড়তে নারাজ বোন। শেষ উপায় হিসেবে নিজের সতীত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

জু ইয়ানহুয়া নামে উচ্চ-মাধ্যমিক এ শিক্ষার্থীকে সম্প্রতি হাংজু সাবওয়ে স্টেশনে সতীত্ব বিক্রির বিজ্ঞাপন হাতে দেখা যায়। যাতে লেখা রয়েছে, ২৩ হাজার ৪০৫ পাউন্ডে তিনি সতীত্ব বিক্রি করতে চান। ১৯ বছর বয়সী জু ইউনান প্রদেশের কুইবি কাউন্টি থেকে এসেছেন।

সাইনবোর্ডে লেখা, ব্যয়বহুল এ চিকিৎসায় দুই লাখ ইউনানের বেশি খরচ হবে, যা আমার পরিবার বহনে সক্ষম নয়। কোন সহৃদয়বান ব্যক্তি আমার ভাইকে বাঁচাবেন? প্রশ্ন জু’র।

শুধু তাই নয়, সতীত্বের প্রমাণ হিসেবে হাসপাতাল থেকে নিয়েছেন সার্টিফিকেট।

তবে বোনের এমন কাণ্ডে হতাশ ভাই (২৩)। হাংজু হাসপাতালে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাবতেই পরছিনা সে কতোটা বোকা!

চীনের স্থানীয় সংবাদমাধ্যম ১৬৩.কম-কে এ বিষয়ে জু বলেন, ভাইয়ের চিকিৎসা খরচ ব্যয়বহুল হওয়ায় নিজের সবশেষ চেষ্টাটিই করছেন। গত তিন বছর ধরে ভাই লিউকেমিয়ায় আক্রান্ত। চিকিৎসার ব্যয় বহন করতে ইতোমধ্যে পরিবারের জমানো সব খরচ হয়ে গেছে।

বিজ্ঞাপনের নিচের অংশে জু তার সঙ্গে যোগাযোগের নম্বর ও সামাজিক মাধ্যমের অ্যাড্রেস দিয়েছেন।

এদিকে বিজ্ঞাপনটি নিয়ে ওই এলাকার সবার মধ্যে বেশ কৌতুহলের সৃষ্টি হয়। বিষয়টি দ্রুতই কর্তৃপক্ষের নজরে আসে। ঘটনাস্থলে পুলিশ এসে জু’কে থানায় নিয়ে যায়। অবশ্য পরে বিষয়টি জেনে সদয় হয় পুলিশ।  

বাংলাদেশ সময়:১৩১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।