ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এয়ার ফ্রান্সের প্লেনকে পাকিস্তান এয়ারলাইন্সের প্লেনের ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
এয়ার ফ্রান্সের প্লেনকে পাকিস্তান এয়ারলাইন্সের প্লেনের ধাক্কা ক্ষতিগ্রস্ত এয়ার ফ্রান্সের প্লেন

ঢাকা: টরোন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ে থাকা এয়ার ফ্রান্সের একটি প্লেনকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের (পিআইএ) ওই প্লেনের ধাক্কায় এয়ার ফ্রান্সের প্লেনটির উইংয়ের কিছুটা ক্ষতি হয়েছে।

এদিকে মঙ্গলবারের (০৩ জানুয়ারি) ওই ঘটনায় টরেন্টো থেকে লাহোরগামী পিআইএ’র ওই ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয়েছে।   

ওই ঘটনায় এয়ার ফ্রান্সের প্লেনের ক্ষতিটা সামান্য হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন।

 

বিষয়টি নিশ্চিত করে পিআইএ’র কর্মকর্তা ডেনিয়েল গিলানি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।