ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপান উপকূলে ৬.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, জুন ১৮, ২০১০

টোকিও: জাপানের উত্তরাঞ্চলে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার অত্যন্ত শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।



ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জাপানের হোক্কাইডো দ্বীপের মূলভূখন্ড থেকে ২৮০ কিলোমিটার উত্তরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ১১ টা ২৩ মিনিটে এই ঘটনা ঘটে।

ভূমিকম্পে সুনামি হওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা।

পুলিশ কর্মকর্তা ইসাও একাটসুকা জানান তাঁর কাছে কোন ধরনের ক্ষয় ক্ষতির খবর আসেনি।  

উল্লেখ্য, পৃথিবীর ভূমিকম্পপ্রবণ দেশ গুলির মধ্যে জাপান অন্যতম। ১৯৯৫ সালে জাপানের বন্দর নগরী কোবে তে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পে ৬ হাজার ৪০০ মানুষ নিহত হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৫৫ঘন্টা, ১৮জুন, ২০১০
এসআইএস/ডিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।