ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোমানিয়ার রাজপথ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোমানিয়ার রাজপথ বিক্ষোভকারীদের মোবাইলের আলোতে আলোকিত রোমানিয়ার রাজপথ, ছবি: সংগৃহীত

দুর্নীতিবিষয়ক বিতকির্ত একটি আইন পাসের প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রোমানিয়ার রাজপথ। সোমবার সকালে বিবিসি বলছে, সারাদেশের প্রায় ৫ লাখ মানুষ বিক্ষোভ, ৠালি ও সমাবেশে অংশ নিয়েছেন।

দেশটির রাজধানী বুখারেস্টসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা বিতকির্ত আইন বাতিলের জন্য প্রতিবাদ জানাচ্ছেন। এ আইনের কারণে দুর্নীতির দায়ে কারাবন্দি প্রায় ১২ জন সরকারি কর্মকর্তা মুক্তি পাবেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

এ ইস্যুতে দেশটির প্রধানমন্ত্রী সরিন গ্রিনদেনুর পদত্যাগও দাবি করেছেন অনেক বিক্ষোভকারী। এর আগে বুধবার দেশটির রাজধানীতে প্রায় দুই লাখ মানুষ এই বিক্ষোভে অংশ নেন বলে খবরে বলা হয়।

১৯৮৯ সালে কমিউনিজম পতনের পর রোমানিয়ায় এই আন্দোলন সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে। আন্দোলন ব্যাপকতা কেবলই বেড়েই চলছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।