ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাঞ্জাবে পাত্তা পেলো না আম আদমি-বিজেপি, জয় কংগ্রেসের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
 পাঞ্জাবে পাত্তা পেলো না আম আদমি-বিজেপি, জয় কংগ্রেসের পাঞ্জাবে জয় কংগ্রেসের, ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে জিতলেও পঞ্জাবে জয় এলো না মোদীর। এখানে বিধানসভা কব্জায় নিলো কংগ্রেস বাহিনী।

গত মাসে হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয় শনিবার (১১ মার্চ) সকাল থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ হয়েছে কংগ্রেস।

১১৭ আসনের পঞ্জাব বিধানসভা। ইতোমধ্যেই ৬৪-এ পৌঁছে গেছে কংগ্রেস। এ রাজ্যে প্রায় ৭০টির উপর আসনে জয় নিশ্চিত করার পথে দলটি। বিজেপি-অকালি এসএডি জোট কংগ্রেস থেকে অনেকটাই দূরে। আম আদমি পার্টি (এএপি) তবুও বিজেপি জোটের থেকে বেশিই পেয়েছে।

পঞ্জাবে এবার ভরাডুবির শঙ্কা ছিল বিজেপির। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ফলে এমনই পূর্বাভাস মিলেছিল।

ইন্ডিয়া টুডে নির্বাচন পূর্ববর্তী এক জনমতে বলেছিল, পঞ্জাবে ক্ষমতা দখল করতে চলেছে কংগ্রেস। দিল্লির পর আপ পঞ্জাবেও ক্ষমতা দখল করলে তারাই হবে দেশের একমাত্র আঞ্চলিক দল, যাদের হাতে থাকবে দুই গুরুত্বপূর্ণ রাজ্যের সরকার।

**উত্তর প্রদেশ মোদীর, ভরাডুবি রাহুল-অখিলেশ-মায়াবতীর

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।