ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উ. কোরিয়ার মিসাইল পরীক্ষা ব্যর্থ, দাবি দ. কোরিয়ার

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
উ. কোরিয়ার মিসাইল পরীক্ষা ব্যর্থ, দাবি দ. কোরিয়ার উ. কোরিয়ার মিসাইল পরীক্ষা ব্যর্থ, ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার একটি মিসাইল উৎক্ষেপণ পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দেশ দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (২২ মার্চ) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ ব্যর্থতার খবর জানায়।

দেশটির পূর্বাঞ্চলের উপকূলীয় শহর ওনসান থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়েছিলো বলে খবরে বলা হয়।

তবে ব্যর্থ হওয়া মিসাইলটি কেমন ক্ষমতাসম্পন্ন ছিলো- তা নিশ্চিত করে জানাতে পারেননি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষার কর্তারা।

উত্তর কোরিয়া প্রায়ই মিসাইল উৎক্ষেপণ ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। কিছুদিন আগে উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।

জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা সত্ত্বেও উ. কোরিয়া তাদের ইচ্ছে মতো মিসাইল উৎক্ষেপণ ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে।

চলতি মাসের শুরুর দিকে উত্তর কোরিয়া চারটি মিসাইল উৎক্ষেপণ করে। যা ১ হাজার কিলোমিটার দূরে গিয়ে জাপানের জলসীমায় গিয়ে পতিত হয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।