ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্কুলের শেষ দিনে প্রথম টুইট মালালার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
স্কুলের শেষ দিনে প্রথম টুইট মালালার টুইটারে মালালা

ঢাকা: পাকিস্তানের শিক্ষা আন্দোলনকর্মী, সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই শেষ করেছেন তার স্কুলজীবন। শেষ দিনের পাঠ শেষে প্রথমবার টুইট করলেন তিনি। লিখেছেন, আজ আমার স্কুলের শেষ দিন এবং টুইটারে প্রথম

প্রথমে ‘হাই টুইট’ লিখে ঢোকেন কোটি মানুষের টুইট জগতে। পড়তে থাকে হাজার হাজার লাইক কমেন্ট।

এরপর একে একে বেশ কয়েকটি টুইট করেন তিনি।

নারীদের পড়ালেখার অধিকার নিয়ে বিশ্বব্যাপী কাজ করছেন ১৯ বছর বয়সী মালালা। পাকিস্তানে একই কাজ করতে গিয়ে তালেবানদের হামলার শিকার হয়ে মালালা আশ্রয় নেন ইংল্যান্ডে। সেখানে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে চালিয়ে যাচ্ছেন তার আন্দোলন। টুইট এখন হবে তার আন্দোলন সংগ্রামের নতুন হাতিয়ার।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।