ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ১ আগস্ট সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
পাকিস্তানে ১ আগস্ট সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি পাকিস্তানের রাষ্ট্রপতি মামনুন হুসাইন

ঢাকা: পাকিস্তানের রাষ্ট্রপতি মামনুন হুসাইন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ১ আগস্ট জাতীয় সংসদের নিম্নকক্ষের অধিবেশন ডেকেছেন। এ অধিবেশনে শুধু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টিই গুরুত্ব পাবে।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেল তিনটায় সংসদের অধিবেশন বসতে পারে বলে রাষ্ট্রপতি দপ্তরের সূত্রে জানা গেছে।

পানামা পেপার্স মামলায় সুপ্রিমকোর্ট প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণার পর রাষ্ট্রপতি মামনুন হুসাইন এ সিদ্ধান্ত নিলেন।

২০১৮ সালে পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর পদে নির্বাচনের জন্য রোববার (৩০ জুলাই) বেলা ৩টা থেকে সোমবার (৩১ জুলাই) বেলা ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র জমা পড়ার পর তা বাছাই করবেন জাতীয় সংসদের স্পিকার আইয়াজ সাদিক।

নওয়াজ শরীফের দল সাবেক জ্বালানি মন্ত্রী শাহীদ খাকান আব্বাসীকে দলের প্রার্থী হিসেবে ঠিক করেছেন।

অন্যদিকে, বিরোধী পক্ষের প্রার্থী হিসেবে আওয়ামী মুসলিম লীগের সভাপতি শেখ রশীদ আহমেদকে সমর্থন দিয়েছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

বাংলাদেশ সময় ০৬১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।