ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভূমিকম্পে নিহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
চীনে ভূমিকম্পে নিহত ৫ চীনে ভূমিকম্পে নিহত ৫

চীনে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫ জন পর্যটক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬৩ জন। 

মঙ্গলবার (৮ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৭টা ২০) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

প্রাদেশিক রাজধানী চেংডু থেকে ২৮৪ কিলোমিটার উত্তরে।

ভূমিকম্পের সময় যে যার মতো অফিস/কর্মক্ষেত্র শেষে বাসায় বা রেস্টুরেন্টে ছিলেন। প্রচণ্ড কম্পন অনুভূত হলে মানুষজন রাস্তায় বেরিয়ে পড়েন। কেউ কেউ টেবিল বা শক্ত কোনো কিছুর নিচে নিরাপত্তা খুঁজেছেন।

চীনে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গাড়িক্ষয়ক্ষতি নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা না হলেও দেশটির সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বেশ কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি ভবনের কিছু অংশ ভেঙেও পড়েছে।

ভূমিকম্পের পরে চেংডু ও এর আশপাশের শহরের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।  

চলতি বছরের মে মাসে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলের কাশগড়ে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে আটজন নিহত হন।

এছাড়া ২০০৮ সালে যে স্থানে আট মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল সেখান থেকে মঙ্গলবারের আঘাত হানা স্থানটি বেশি দূরে নয়। ওই ভূমিকম্পে প্রায় ৮৭ হাজার মানুষ নিহত হন।

**চীনে ৬.৫ মাত্রার ভূমিকম্প

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।